বিশ্বনাথে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান

SAMSUNG DIGITAL CAMERA‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজম খান।

তিনি বলেন, ৭১’র মুক্তিযুদ্ধে জীবন বাজি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন বাংলার সূর্যসন্তান মুক্তিযোদ্ধারা। আর দেশ স্বাধীন হয়ে ছিলো বলেই জাতি হিসেবে আমরা আজ ঐক্যবদ্ধ। আর ওই ঐক্যবদ্ধতা ও জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস পরিবর্তন করতে সক্ষম হয়েছে। দেশকে আরও এগিয়ে নিতে ও নিজেদের অর্থ দিয়ে দেশের সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে আমাদের সবাইকে সঠিকভাবে ট্যাক্স (কর) পরিশোধ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও একাডেমি সুপারভাইজার ফজলুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জহুরা, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, উপজেলা প্রকৌশলী মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী।

অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিত ধর রন মেম্বার, সাবেক কমান্ডার তৈয়ব আলী, সাবেক ডেপুটি কমান্ডার আজিজুর রহমান’সহ উপজেলার মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2pGWIVU

March 26, 2018 at 09:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top