শিবগঞ্জে ৩ হাজার ৯শ’ বোতল ফেনসিডিলসহ ২জন আটক

চাঁপাইনবাবগঞ্জের কানসাট-চৌডালা-গোমস্তাপুর সড়কের গোপালনগর মোড় নামক স্থানে একটি ট্রাকে তল্লাশী চালিয়ে সোমবার ৩ হাজার ৯শ’ ৬৫ বোতল ফেনসিডিলসহ ২জনকে আটক করেছে র‌্যাব।  এঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাক ও ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।
আটককৃতরা হলো নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বামারবাগ এলাকার আবদুল জলিলের ছেলে মারুফ (২০) ও বরগুনার আমতুলি উপজেলার কড়ইবুনিয়া এলাকার মোতালেবের ছেলে রাকিব (৩১)।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার সাঈদ আবদুল্লাহ্ আল মুরাদ জানান, বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৮টায় র‌্যাবের একটি দল কানসাট গোপালনগর মোড়ে অভিযান চালিয়ে (ঢাকা মেট্রো ট ২০-০৭০৩) নম্বর ট্রাকে অভিনব কায়দায় রক্ষিত ৩ হাজার ৯শ’ ৬৫ বোতল ফেনসিডিলসহ ট্রাক জব্দ করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৬-০৩-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2ITCobY

March 26, 2018 at 07:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top