এনইইটি সহ সর্বভারতীয় পরীক্ষায় বাধ্যতামূলক নয় আধার

নয়াদিল্লি, ৭ মার্চঃ এনইইটি সহ সমস্ত সর্বভারতীয় পরীক্ষায় নাম নথিভুক্তকরণে বাধ্যতামূলক নয় আধার কার্ড। আজ সিবিএসই-কে এমন নির্দেশই দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ সদস্যর সাংবিধানিক বেঞ্চ নির্দেশ দিয়েছে, সিবিএসই-র ওয়েবসাইটে ওই তথ্য আপলোড করতে হবে।

এর আগে অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল বলেন, ইউআইডিএআই জানিয়েছে, জম্মু ও কাশ্মীর, মেঘালয়, অসমের মতো রাজ্যগুলিতে পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের নাম নথিভুক্ত করার জন্য পাসপোর্ট, ভোটার কার্ড ও রেশন কার্ড ব্যবহার করতে পারবে সিবিএসই। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সর্বভারতীয় পরীক্ষায় আধার বাধ্যতামূলক না করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Ftujft

March 07, 2018 at 08:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top