নয়াদিল্লি, ৩০ মার্চঃ বুলেট ট্রেনের স্টেশন তৈরির জন্য পুরনো ও নতুন সবরমতী স্টেশনের মাঝের জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল হাইস্পিড রেলওয়ে কর্পোরেশন লিমিটেড। এনএইচএসআরসি-র আধিকারিকরা জানিয়েছেন, দ্রুত গতির বুলেট ট্রেনে মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স থেকে সবরমতী পর্যন্ত যেতে সময় লাগবে ২.০৭ ঘণ্টা। মধ্যবর্তী ১২টি স্টেশনে ট্রেন দাঁড়ালে সময় লাগবে ২.৫৮ ঘণ্টা। জানা গিয়েছে, বুলেট ট্রেনের গতিবেগ ঘণ্টায় থাকবে ৩৫০ কিমি। এনএইচএসআরসি-র আধিকারিক জানিয়েছেন,‘আমরা রোজ ৩৫ জোড়া বুলেট ট্রেন পরিসেবা দেওয়ার পরিকল্পনা করেছি। অর্থাত্ দিনে ৭০টি বুলেট ট্রেন চলবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GFBFwN
March 30, 2018 at 12:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন