কলকাতা, ৮ মার্চঃ এ যেন ভোটের ফলপ্রকাশের আগের দিন। কেউই জোর দিয়ে বলতে পারছে না, জিতব আমরাই। আই লিগে শেষবার এই রকম অসহ্য টেনশন কবে দেখা গিয়েছে, মনে করতে পারছেন না কেউই। চারটে দল রয়েছে খেতাবের দৌড়ে। একটু এদিক-ওদিক হলেই একজনের বদলে চ্যাম্পিয়ন হয়ে যাবে অন্যদল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার খেলতে নামছে মিনার্ভা পাঞ্জাব, ইস্টবেঙ্গল, মোহনবাগান ও নেরোকা এফসি। একইসঙ্গে অবনমন বাঁচানোর জন্য খেলতে নামছে গোয়ার দল চার্চিল ব্রাদার্স। চার দাবিদারের মধ্যে সবচেয়ে সুবিধাজনক পরিস্থিতিতে রয়েছে মিনার্ভাই। ঘরের মাঠে লিগের লাস্ট বয় চার্চিলকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে হলে যুবভারতীতে নেরোকাকে হারানোর পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলির দিকে। একই পরিস্থিতি মোহনবাগানেরও গোকুলাম এফসিকে অ্যাওয়ে ম্যাচে হারানোর পাশাপাশি তাদেরকেও আইলিগ হলে জটিল অঙ্কের মধ্যে দিয়ে জেতে হবে। তুলনায় নেরোকা একটু পিছিয়ে রয়েছে। তবে সব অঙ্ক মিলে গেলে চ্যাম্পিয়ন হয়েও যেতে পারে উত্তর-পূর্বের এই ক্লাব। পরিস্থিতি এমনই, কে চ্যাম্পিয়ন হবে ঠিক না থাকায় কোনো মাঠেই আই লিগের ট্র্ফি পাঠাচ্ছে না ফেডারেশন। বৃহস্পতিবার যে দলই জিতুক, তারা ট্রফি পাবে শুক্রবার। মরশুমের শুরুতে আই লিগকে কোণঠাসা করে আইসিএলকে এক নম্বর লিগ প্রতিপন্ন করতে উদ্যোগী হয়ে উঠেছিলেন ফেডারেশন কর্তাদেরই একাংশ। কিন্তু তৃতীয় আইএসএল কার্যত ফ্লপ। মাঠে দর্শক নেই, লোকের আলোচনাতেও নেই এটিকে, বেঙ্গালুরু এফসি। বরং দ্বিতীয় লিগ হয়েও সব নজর কেড়ে নিয়েছে আই লিগ। বেড়েছে দর্শক সংখ্যাও। সবমিলিয়ে আজ যে দলই চ্যাম্পিয়ন হোক, গ্ল্যামারাস আইএসএলকে যেন বার্তা দিয়ে গেল আই লিগ। নামী ফুটবলার নয়, ফুটবলকেই বেশি ভালোবাসে মানুষ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2G5jEW6
March 08, 2018 at 12:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন