পেশ হল না অনাস্থা প্রস্তাব, মুলতুবি লোকসভা

নয়াদিল্লি, ১৯ মার্চঃ সোমবারও মোদি সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনতে পারল না তেলুগু দেশম পার্টি এবং ওয়াইএসআর কংগ্রেস। গোলমালের জেরে সংসদের অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেন স্পিকার সুমিত্রা মহাজন।

অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের তকমা দেওয়ার দাবিতে গত সপ্তাহেই মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ দেয় ওয়াইএসআর কংগ্রেস। অনাস্থা প্রস্তাব আনতে হলে অন্ততপক্ষে ৫০ জন সাংসদের সমর্থন প্রয়োজন। অনাস্থা প্রস্তাবকে সমর্থন করেছে কংগ্রেস, বাম, তৃণমূল, এসপি ও আরজেডি। যদিও লোকসভায় এনডিএর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সরকার পড়ে যাওয়ার কোনও আশঙ্কা নেই। ৫৩৯ সদস্যের লোকসভায় যেখানে মেজরিটি মার্ক ২৭১, সেখানে শুধু বিজেপির সঙ্গেই ২৭৫ জন সাংসদ রয়েছেন, এছাড়াও রয়েছে জোটসঙ্গীদের সমর্থন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2GGAvyE

March 19, 2018 at 04:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top