মাদুরাই, ১১ মার্চঃ ট্রেকিংয়ে গিয়ে দাবানলে আটকে পড়লেন ২০ জন কলেজ পড়ুয়া। তাঁদের উদ্ধারে ভারতীয় বায়ুসেনাকে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।
জানা গিয়েছে, ওই ২০ জন কলেজ ছাত্র তামিলনাড়ুর থেনি জেলার কুরানগনির কাছে টপ স্টেশনে ট্রেকিংয়ে গিয়েছিলেন। রবিবার তাঁরা দাবানলে আটকে পড়েন। ছাত্রদের মধ্যে একজন ফোন করে তাঁর বাবাকে জানালে, তিনি বনদপ্তরকে বিষয়টি জানান। বনদপ্তরের ৪০ জনকে উদ্ধারকাজে পাঠানো হয়েছে। এখনও কোনও হতাহত হয়নি বলে জানিয়েছেন থেনির ডিস্ট্রিক্ট কালেক্টর পল্লবী বলদেব।
দাবানলে আটকে পড়া ছাত্রদের উদ্ধারে কোয়েম্বাটোরের সুলুরের ভারতীয় বায়ুসেনার সাহায্য চায় জেলা প্রশাসন। এরপরেই প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় বায়ুসেনাকে উদ্ধারকাজের নির্দেশ দেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Ikq3NG
March 11, 2018 at 09:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন