রিও ডি জেনেইরো, ১৮ মার্চঃ একসময়ে শত্রুর গোলে অনেকবার বল জড়িয়েছেন, সেভাবেই হিংসার বিরুদ্ধে লড়াই করতে এবার গভর্নর পদে লড়াই করতে চলেছেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড রোমারিও। রিও ডি জেনেইরো প্রদেশের গভর্নর পদের জন্য ইতিমধ্যেই নিজের মনোনয়নও দাখিল করেছেন ৫২ বছর বয়সি প্রাক্তন এই ফুটবলার। ব্রাজিলেল পোদেমস পার্টির হয়ে তিনি এই পদে লড়াই করছেন। রাজনীতিতে রোমারিও অবশ্য নতুন মুখ নন। ২০১০ সালেঅ ফেডারেল ডেপুটি নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৪ সাল থেকে তিনি ব্রাজিলের সেনেটর পদে রয়েছেন। নিজের মনোনয়ন পেশের পর রোমারিও বলেন, রিও থেকে হিংসা দূর করাই তাঁর প্রধান কাজ হবে। তিনি বলেন, ‘রিওতে সুরক্ষা নিয়ে চিরকালই সমস্যা ছিল, কিন্তু বর্তমানে তা সবকিছুকে ছাড়িয়ে গিয়েছে।এই সমস্যাদীর্ণ সময়ে ফলে বদল খুব জরুরি হয়ে পড়েছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2GCVdzu
March 18, 2018 at 11:22AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন