ঢাকা, ১৭ মার্চ- নিদাহাস ট্রফিতে বাংলাদেশের দারুণ জয় এবং নো বল কাণ্ড নিয়ে আলোচনা চলছেই। এই আলোচনা আরো জোরালো হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যাওয়ার কারণে। চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে এমনটা হওয়া অস্বাভাবিক নয় বলে মনে করেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে খেলোয়াড়দের আরো একটু সংযত হওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি। আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মাশরাফি বলেন, মাঠে হিট অব দ্য মোমেন্টে অনেক কিছুই হতে পারে। নো বলটা আমাদের পক্ষে আসা উচিত ছিল। টি-টোয়েন্টিতে এক ওভারে দুটো বাউন্সার দিলে পরেরটি নো বল হয়। তবে আমাদের খেলোয়াড়দের আরো একটু সংযত হলে ভালো হতো। কিন্তু হিট অব দ্য মোমেন্টে হয়ে গেছে ব্যাপারটা। দলের এই দারুণ সাফল্য এসেছে মাহমুদউল্লাহর অসাধরাণ একটি ইনিংসের কল্যাণে। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের প্রশংসা করতে ভুলেননি নড়াইল এক্সপ্রেস, শেষ ওভারে মাহমুদউল্লাহ চার মারার পর আমার মনে হয়েছে জয় পাওয়া সম্ভব। সে যেভাবে আক্রমণ করে খেলেছে তা সত্যিই দারুণ। যে কারণে বাংলাদেশ জয়টা পেয়েছে। আরও পড়ুন: সাকিব-মাহমুদউল্লাহদের ড্রেসিং রুম ভাঙচুর এ ছাড়া অন্য খেলোয়াড়দের প্রশংসা করতে ভুলেননি মাশরাফি, আগের জয়টি এসেছিল মুশফিকের কল্যাণে, আর গতকাল মাহমুদউল্লাহ জয় এনে দিয়েছে। তামিম ও লিটন ভালো খেলেছে এই সিরিজে। কাল তামিম আউট না হলে আরো আগেই আমরা জিততে পারতাম। তথ্যসূত্র: এনটিভি এআর/২২:০৫/১৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2GE6v6q
March 18, 2018 at 04:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top