স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতকারী বখাটে মনিরুলের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর এলাকায় স্কুল যাবার পথে ছুরিকাঘাতের শিকার স্কুল ছাত্রী সাথী খাতুনের উপর হামলাকারী মাদকাসক্ত বখাটে যুবক মনিরুলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে প্রায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।
 মানববন্ধনের অংশ নেয়া শিক্ষার্থীরা মুহুর্মুহুর শ্লোগানে বখাটে মনিরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির, টাউন হাই স্কুলের প্রধান শিক্ষক হাসিনুর রহমান ও সহকারি শিকক্ষ শাহনাজ পারভিন, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম, আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রানীহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত-ই-খুদা।
 সমাবেশে বক্তরা বলেন, শহরের রেল বাগানপাড়ার দরিদ্র আব্দুস সামাদের মেয়ে সাথীর জীবন বখাটের ছুরিকাঘাতের কারণে আজ সংকটাপন্ন।
 এমন ঘটনার যেন পুনারাবৃত্তি না ঘটে সেজন্য বখাটে মনিরুলের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। পরে জেলা প্রশসাকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
 উল্লেখ্য গত ১৪ মার্চ শহরের হুজরাপুর এলাকায় সহপাঠিকে নিয়ে স্কুল আসার পথে রিক্সার গতিরোধ করে বখাটে মুনিরুল সাথীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মারাত্মকভাবে আহত করে। আহত সাথী খাতুন এখনও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৩-১৮






from Chapainawabganjnews https://ift.tt/2GzD7Rv

March 28, 2018 at 06:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top