জেনে নিন হোটাসঅ্যাপের কিছু নতুন তথ্য

নয়াদিল্লি, ১২ মার্চঃ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় দেড়শো কোটি। জেনে নেওয়া যাক এই অ্যাপের কিছু গোপন বিষয়।

হোয়াটসঅ্যাপে যদি কেউ ইউটিউবের কোনও ভিডিয়োর লিংক পাঠায়, ইউটিউবে গিয়ে তা দেখতে হবে না। অ্যাপ আপডেটেড থাকলে, সরাসরি হোয়াটসঅ্যাপেই ফ্লোটিং উইন্ডোতে ইউটিউবের ভিডিওটি দেখতে পাবেন। ভিডিও চলাকালীন করতে পারবেন চ্যাটও।

কাউকে ছবি বা ভিডিও পাঠাতে গেলে সময়, লোকেশন এবং স্টিকারও যুক্ত করা যাবে। সম্প্রতি এই সুবিধা চালু করার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

এছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে কাউকে টাকা পাঠানো যাবে। ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা অন্তত ২০ কোটি। পিয়ার টু পিয়ার পেমেন্ট সিস্টেম চালু করছে হোয়াটসঅ্যাপ।

কাউকে ভুল করে কোনও মেসেজ পাঠালেও সংশ্লিষ্ট ব্যক্তি দেখার আগেই সেই মেসেজ ডিলিট করে দিতে পারেন। তবে সাত মিনিটের মধ্যেই তা করতে হবে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2p8c9ph

March 12, 2018 at 04:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top