ঢাকা, ২৭ মার্চ- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং ইস্যুতে কাঠগড়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারসহ পুরো দল। পুরো ক্রিকেট বিশ্বেই প্রশ্নের সম্মুখে পড়তে হয়েছে ইতিহাসের সবচেয়ে সফলতম দলটিকে। ঘটনার পরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তিতে এক ম্যাচ নির্বাসিত হয়েছেন অসি দলপতি। কাটা গেছে ম্যাচ ফির পুরোটাই। ঘটনার মূল হোতা অসি ওপেনার ক্যামেরন ব্যানক্রফটের নির্বাসন না হলেও ম্যাচ ফির ৭৫ শতাংশ কাটা গেছে তার। দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। চলতি বছরের ৬ এপ্রিল হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। ৭ এপ্রিল থেকে মুম্বাইতে শুরু হবে টুর্নামেন্টের মূল পর্ব। ২৭ মে আসরের ফাইনালও হবে একই জায়গায়। ঘরোয়া টি-টোয়েন্টির সবচে জমজমাট টুর্নামেন্টের দুটি দলকে নেতৃত্ব দেবার কথা স্মিথ ও ওয়ার্নারের। তবে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে মূল দায়িত্বে আর থাকছেন না স্মিথ। অস্ট্রেলিয়ান এই তারকা ব্যাটসম্যানের বদলে দলের অধিনায়ক হিসেবে থাকছেন অজিঙ্কা রাহানে। অন্যদিকে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়ে প্রথমবারে মতো চ্যাম্পিয়নের মুকুট পান ওয়ার্নার। স্মিথকে অপসারণের পর এবার প্রশ্ন উঠেছে বাম-হাতি এই অসি ওপেনারকে নিয়েও। ভারতের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ টুইট পোস্টে কিছুটা ইঙ্গিত দিয়েছেন ওয়ার্নারকে নিয়ে। তিনি লিখেন, স্টিভেন স্মিথ আর রাজ্যস্থানে অধিনায়ক নন। তেমনি ডেভিড ওয়ার্নারকেও হায়দারাবাদের অধিনায়ক থেকে সরিয়ে নেয়া হতে পারে। তবে কি আইপিএলে আট দলে আটজন ভারতীয় অধিনায়ক হয়ে নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে? আবেগের বশে কাইফ এমননটা প্রশ্ন তুলতেই পারে। যদি ওয়ার্নারকে অধিনায়কের পদ থেকে বাদ দেয়া হয় সেক্ষেত্রে বাস্তবতাটা আসলে ভিন্ন। নেতৃত্ব দেবার মতো ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দক্ষিণ ভারতের দলটিতে যারা রয়েছেন নেতাগিরি করতে কতটুকু পারদর্শী সেটিও ভাবনার বিষয়। টিম ইন্ডিয়ার পরিচিত মুখগুলোর মধ্যে দলে রয়েছেন ভুবনেশ্বর কুমার, মনিশ পান্ডে, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, ইউসুফ পাঠান। ২০১৬ সালে প্রাথমিকভাবে শিখর ধাওয়ান দলের আইকন হলেও নেতৃত্বের গুণাবলি না থাকার কারণেই ওয়ার্নারকে স্কিপার হিসেবে ঘোষণা করা হয়। এদিকে ভুবনেশ্বর, মনিশ পান্ডেরা নিজেদের পারফরম্যান্সের দিকেই বেশি মনোযোগ দেবেন এটিই স্বাভাবিক। আর ঋদ্ধিমান সাহা, ইউসুফ পাঠানরা ফর্মের কারণে মূল একাদশে জায়গা পাবেন কি না সেটাই চিন্তার বিষয়। দীর্ঘ সাত বছর কলকাতার জার্সিতে আইপিএল মাতিয়েছেন সাকিব। তবে এবার আর বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ককে ধরে রাখেনি দলটি। আর এ সুযোগে রাজস্থান রয়্যালসের সঙ্গে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত দুই কোটি রুপিতে বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ। অন্যদিকে দলটি রয়েছেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। স্বাভাবিকভাবেই অভিজ্ঞতার দিক দিয়ে সাকিব থেকে পিছিয়ে থাকবেন ২৭ বছর বয়সী কেন। সেক্ষেত্রে সানরাইজার্স কোচ টম মুডি ও উপদেষ্টা ভিভিএস লক্ষণ সাকিবের ওপর ভরসা করতেই পারেন! সানরাইজার্স হায়দরাবাদ দল: বিদেশি: ডেভিড ওয়ার্নার, সাকিব আল হাসান, কেন উইলিয়ামসন, কার্লোস ব্রাফেট, মোহাম্মদ নবী, ক্রিস জর্ডান, বিলি স্টেনলেক, রশিদ খান। ভারতীয়: ভুবনেশ্বর কুমার, মনিশ পান্ডে, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, ইউসুফ পাঠান, সিদ্ধার্থ কৌল, দিপক হুদা, সৈয়দ খলিল আহমেদ, সন্দীপ শর্মা, শ্রীভাতস গোস্বামী, থাঙ্গারাসু নটরজন, শচীন বেবি, বিপুল শর্মা, সৈয়দ মেহদি হাসান, রিকি ভুই, তন্ময় আগারওয়াল ও বাসিল থাম্পি। সূত্র: আরটিভি এমএ/ ০৩:১১/ ২৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GcKXRL
March 27, 2018 at 09:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top