কর্ণাটকের নিজস্ব পতাকা, অপেক্ষা কেন্দ্রের অনুমতির

বেঙ্গালুরু, ৮ মার্চঃ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বৃহস্পতিবার কর্ণাটকের নিজস্ব পতাকা অনুমোদন করলেন। রাজ্যের মন্ত্রিসভা কর্ণাটকের নিজস্ব পতাকা অনুমোদন করল। অনুমোদনের জন্য তা পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে।

সিদ্দারামাইয়া বলেন, রাজ্যের ইতিহাস, মানুষের আত্মসম্মানবোধকে বোঝাতেই রাজ্যের নিজস্ব পতাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। কোনও রাজ্যের নিজস্ব পতাকা থাকতেই পারে। এতে সংবিধানে কোনো বাধা নেই।

কর্ণাটকের পতাকার রং লাল, সাদা ও হলুদ। পতাকার মাঝখানে রয়েছে রাজ্যের প্রতীক ‘গন্দা ভেরুন্দা’। কন্নড় ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান এসজি সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন একটি কমিটি এই পতাকার নকশা তৈরি করেছে।

এর আগেও বিভিন্ন সরকারি অনুষ্ঠানে এই পতাকা ব্যবহার করত সাধারণ মানুষ। রাজ্যের মানুষের চাপে কর্ণাটকের সরকারি পতাকা তৈরির জন্য কমিটি গঠন করেন সিদ্দারামাইয়া। এর বিরোধিতা করে বিজেপি। আপত্তি জানায় স্বরাষ্ট্রমন্ত্রকও। বিধানসভা নির্বাচনের আগে এখন অবশ্য এব্যাপারে কোনো মন্তব্য করেনি বিজেপি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2IaZASP

March 08, 2018 at 07:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top