বস্টন, ৯ মার্চঃ প্রায় ২৭ লক্ষ টাকায়( ৪১,৮০৬ ডলার) নিলাম হল মহাত্মা গান্ধীর একটি ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে গান্ধীজি শিক্ষাবিদ মদনমোহন মালব্যর সঙ্গে হাঁটছেন। ছবিটিতে ফাউন্টেন পেন দিয়ে ‘এম কে গান্ধী’-র নাম সই করাও রয়েছে। গান্ধীজির এই বিরল ছবিটি নিলামে তোলে মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনের আরআর নিলাম সংস্থা।
সংস্থাটির তরফে জানা গিয়েছে, বিরল এই ছবিটি তোলা হয়েছিল ১৯৩১ সালের সেপ্টেম্বরে লন্ডনে গোল টেবিল বৈঠকের সময়।
এই নিলামে শুধু গান্ধীজির ছবিই নয় কার্ল মাক্সের চিঠি, ১৯০৩ সালে লিও টলস্টয়ের লেখা চিঠিও নিলাম করা হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FoESBf
March 09, 2018 at 09:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন