জোহানেসবার্গ, ২৮ মার্চ- বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলীয় ক্রিকেট দলের সদ্য সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছর নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যার হাতে সেদিন বল টেম্পারিং হয়েছে কেপটাউনে সেই ক্যামেরন ব্যানক্রাফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া দ্রুতই আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে। শাস্তি পাওয়া তিন ক্রিকেটারই এই রায়কে চ্যালেঞ্জ করতে পারবেন। দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্মিথ স্বীকার করেন, দলের লিডারশিপ গ্রুপ মিলেই টেম্পারিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। বেনক্রাফটও বলেন, এই ঘটনার পেছনে অধিনায়কের অনেক ভূমিকা ছিল। এর আগে টেস্ট সিরিজের শেষ ম্যাচ জোহানেসবার্গ টেস্টে আপাতত তাদের নিষিদ্ধ করে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরিয়ে নেয়ার কথা জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনার তদন্ত করতে সাউথ আফ্রিকায় প্রতিনিধি দল পাঠায়। প্রতিনিধি দলের প্রধান ইয়ান রয় জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তারা কোচ ড্যারেন লেহম্যানের দোষ খুঁজে পাননি। টেম্পারিংয়ের সঙ্গে শুধুমাত্র এই তিনজন জড়িত। আগে থেকে কোচ কিছুই জানতেন না। তাই দলের সঙ্গে তিনি সাউথ আফ্রিকায় থেকে দায়িত্ব চালিয়ে যাবেন। টিভি ফুটেজে অবশ্য দেখা গেছে, লেহম্যান ওয়াকিটকির মাধ্যমে সাইড লাইনে থাকা দ্বাদশ খেলোয়াড়কে কিছু একটা বলছেন। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে দোষী প্রমাণিত হন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রাফট। জোহানেসবার্গে সাংবাদিকদের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছিলেন তাদের বিরুদ্ধে সিএ-এর আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাদের নিষেধাজ্ঞার মেয়াদের ব্যাপারে জানানো হবে। আরও পড়ুন:স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফট নিষিদ্ধ আইসিসি থেকে স্মিথকে এক টেস্টের জন্য নিষিদ্ধ ও ম্যাচ ফির ১০০% জরিমানা করা হয়। ব্যানক্রাফটকে করা হয় ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা সঙ্গে দেয়া হয় তিনটি ডিমেরিট পয়েন্ট। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আরো বড় শাস্তি অপেক্ষা করছিল। সেই শাস্তিটা জানা গেল। কেপটাউন টেস্টের তৃতীয় দিনে টিভি ফুটেজ থেকে টেম্পারিং বিতর্কের সূত্রপাত। টিভিতে ধরা পড়ে, পকেট থেকে হলুদ এক টুকরো কাপড়ের মতো কিছু বের করে বলে ঘষতে চেয়েছিলেন ব্যানক্রাফট। পরে সেটি লুকিয়ে রাখেন ট্রাউজারের ভেতর। এমএ/ ০৪:০০/ ২৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IZZAW7
March 28, 2018 at 10:05PM
28 Mar 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top