কলম্বো, ১০ মার্চ- শ্রীলঙ্কার ইনিংস শেষে বাংলাদেশের অতি বড় শুভাকাঙ্ক্ষীও কি ভাবতে পেরেছিল, ম্যাচটা টাইগাররা জিততে পারবে? গত কিছু দিনে ক্রমাগত হারে আত্মবিশ্বাস তলানিতে, তার ওপরে লক্ষ্য ২১৫ রানএমন অবস্থায় বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোক খুব বেশি ছিল না। কিন্তু সবাইকে চমকে দিয়ে টাইগাররা জিতেছে পাঁচ উইকেটে, দুই বল হাতে রেখে। সত্যিই অবিশ্বাস্য এক জয়ের আনন্দে বিভোর বাংলাদেশ। কলম্বোর বিখ্যাত প্রেমাদাসা স্টেডিয়ামে শুরুতেই জয়ের সৌরভ ছড়িয়ে দিয়েছিলেন লিটন দাস। সৌম্য সরকারের জায়গায় ওপেন করার সুযোগ পেয়েছেন তিনি। আর ওপেন করতে নেমে রীতিমতো ঝড় তুলেছেন। মাত্র ১৯ বলে ৪৩ রান এসেছে লিটনের ব্যাট থেকে, যেখানে ছিল দুটি চার ও পাঁচটি ছক্কা। অন্যপ্রান্তে তামিম ইকবালও আক্রমণাত্মক ব্যাটিংয়ে গড়ে দিয়েছেন জয়ের ভিত। আগের ম্যাচে আউট হয়েছিলেন ১৫ রান করে। সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে তামিম খেলেছেন ২৯ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস। দুই ওপেনারের ঝড়ে ছয় ওভারের পাওয়ার প্লেতে বাংলাদেশ পেয়েছে ৭৪ রান, মাত্র এক উইকেট হারিয়ে। আরও পড়ুন:অনন্য-অসাধারণ মুশফিক এমন চমৎকার সূচনার পথ ধরে টাইগাররা এগিয়ে গেছে জয়ের পথে। সৌম্য সরকার (২২ বলে ২৪) ও অধিনায়ক মাহমুদউল্লাহ (১১ বলে ২০) দুটো ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেছেন। তবে সবাইকে ছাপিয়ে গেছেন মুশফিক রহিম। মাত্র ৩৫ বলে পাঁচটি চার ও চারটি ছক্কায় অপরাজিত ৭২ রানের অসাধারণ ইনিংসে তিনি দেশকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। যে জয়ের কথা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই যে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড টাইগারদের। ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসও আজকের ২১৫/৫। সূত্র: বাংলা ট্রিবিউন এমএ/ ১১:৫৫/ ১০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2If8UoG
March 11, 2018 at 06:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top