হায়দরাবাদ, ৮ মার্চঃ বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গত্যাগ করার ঘোষণা করেছিলেন তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। টিডিপি-র দুই কেন্দ্রীয় মন্ত্রীকে বৃহস্পতিবার পদত্যাগ করার নির্দেশ দেন তিনি। আর তার পালটা হিসেবে এবার অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভা থেকে তাদের দুই বিধায়কের পদত্যাগের কথা ঘোষণা করল বিজেপি। নাইডুর সাংবাদিক বৈঠকের পর বিজেপি বিধায়ক আকুলা সত্যনারায়ণ সংবাদমাধ্যমকে জানান, রাজ্য মন্ত্রীসভার দুই সদস্য কামিনেনি শ্রীনিবাস ও পাইদিকোনডালা মানিক্যালা রাও পদত্যাগ করবেন।আজ থেকে তাঁরা রাজ্য মন্ত্রীসভার কোনও বৈঠকে উপস্থিত থাকবে না বলেও জানিয়ে দেওয়া হয়। গতকাল অশোক গজপতি রাজু ও ওয়াই এস চৌধুরিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন চন্দ্রবাবু নাইডু। টিডিপি-র দাবি মতো কেন্দ্র অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা না দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। নাইডুর এই সিদ্ধান্তকে রাজনৈতিক সুবিধাবাদী পদক্ষেপ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা কৃষ্ণসাগর রাও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2G4cpgT
March 08, 2018 at 01:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন