সিলেটের জৈন্তাপুরে র্যাব-৯ এর বিশেষ অভিযানে জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার (২৬শে মার্চ) উপজেলার দরবস্ত ইউনিয়নের সামনে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ২৭টি জাল নোট উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো- ময়মনসিং জেলার গৌরিপুর থানাধীন বিশ্বনাথপুর গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে মো: শহিদ মিয়া ও নেত্রকোনা জেলার কলমা কান্দা থানাধীন হাইল হাটি গ্রামের ওহেদ আলীর ছেলে মো: আইনুদ্দিন মনির (২০)।
আজ মঙ্গলবার (২৭শে মার্চ) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা জাল টাকার নোট বিভিন্ন বিপনী বিতানের ক্রেতা-বিক্রেতার কাছে সরবরাহ করার জন্য তাদের নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে এবং এই দু’জন দীর্ঘদিন থেকে জাল টাকার ব্যবসার সাথে জড়িত।
গ্রেপ্তারকৃতদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব’র ওই কর্মকর্তা।-বিজ্ঞপ্তি
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2DY5OSE
March 27, 2018 at 11:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.