ইসলামাবাদ ও নয়াদিল্লি, ২০ মার্চঃ আজমেঢ় শরিফে আসার জন্য ভিসার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে ভারতের তরফে। বলা হয়েছে বর্তমানে পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত যে সমস্যা রয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ২০১৮ সালে ৫০৩ জন তীর্থযাত্রী ভারতে আসার জন্যে ভিসার আবেদন জানিয়েছিলেন। ভারতের এই সিদ্ধান্তের পরেই দু’দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়ে গিয়েছে।
ভিসায় অনুমোদন না দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে ৫০৩ জন পাকিস্তানি তীর্থযাত্রীকে ভিসা দিতে অস্বীকার করেছে ভারত। ১৯ থেকে ২৯ মার্চের মধ্যে এঁদের আজমের শরিফে হজরত খোয়াজা মোইনুদ্দিন চিস্তির দরগায় যাওয়ার কথা ছিল।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2IASIOG
March 20, 2018 at 02:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন