সৌদি আরবে প্রথমবার ম্যারাথনে মহিলারা

রিয়াধ, ৪ মার্চঃ সৌদি আরবে আয়োজিত হল দেশের প্রথম মহিলা ম্যারাথন প্রতিযোগিতা। শনিবার দেশের পূর্ব প্রদেশ আল-আহসায় অনুষ্ঠিত হয় তিন কিলোমিটার ব্যাপী ‘আল-আহসা রান্‌স’ ম্যারাথন প্রতিযোগিতা। স্থানীয় এক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, ম্যারাথন প্রতিযোগিতায় প্রায় ১৫০০ মহিলা অংশগ্রহণ করেন। বিভিন্ন দেশের পেশাদার, অপেশাদার সব বয়সের মহিলাই প্রতিযোগিতায় অংশ নেন। এই দৌড় প্রতিযোগিতার স্পনসর ছিল সৌদি সরকারের ক্রীড়া মন্ত্রক, আল-মাসুদা হাসপাতাল এবং আল-আহসা পুর নিগম।

জানা গিয়েছে, ম্যারাথমে প্রথম স্থান অধিকার করেন সৌদি আরবের মিজনা আল-নাসার। মাত্র ১৫ মিনিটে তিনি দৌড় শেষ করেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Fm8fTD

March 04, 2018 at 07:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top