সুরমা টাইমস ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইট বোঝাই পাওয়ার ট্রিলারের চাপায় মারা গেছেন খাদিজা আক্তার নামের এক স্কুলছাত্রী। এ ঘটনায় আহত হয়েছে তার ভাতিজি আদিবা।
আজ সোমবার সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
খাদিজা পৌর এলাকার বাশগাড়ি গ্রামের দিনমজুর হক মিয়ার মেয়ে। সে ৮ম শ্রেনীতে পড়ত।
রিক্সা চালক মোতালেব জানায়, ইট বোঝাই পাওয়ার ট্রিলারটি আমার গাড়িকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায় যাত্রী খাদিজা। তার কোলে ছিলো ছোট শিশু। তার ভাইয়ের মেয়ে।খাদিজা ভাইয়ের মেয়েকে কোল থেকে ছিটকে দূরে ঠেলে দিলে সে নিজেই গাড়ির নীচে চাপা পড়ে।তার মাথায় সজোরে আঘাত করলে রক্তে ভেসে যায় রাস্তা।পথচারীরা দ্রুত বাঞ্ছারামপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষনা করে।
অন্যদিকে, বড়ভাইয়ের মেয়ে আদিবাকে খাদিজা প্রাণে বাচালেও তার গালে বেশ বড় রকমের আঘাত লেগেছে বলে জানা গেছে। বাঞ্ছারামপুর হাসপাতালের চিকিৎসক এম্বুলেন্সে করে ঢাকায় পাঠায়। মেধাবী ছাত্রী খাদিজার অকাল মৃত্যুতে এলাকাসহ তার স্কুলে শোকের ছায়া নেমে এসেছে।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2ISdFVu
March 27, 2018 at 03:10AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.