চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের জিরোপয়েন্ট থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। বুধবার দিবাগত রাত ১২টার দিকে সোনাগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনামসজিদ স্থলবন্দরের এক নম্বর গেট এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করা হয়। এর প্রতিটির ওজন ১১৬ গ্রাম করে। আটক সোনার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
সোনার বারগুলো ভারতে পাচার করার জন্য আনা হয়েছিল দাবি করে তিনি জানান, বিগত এক দশকেরও বেশি সময় ধরে এ সীমান্তে সোনা আটকের ঘটনা ঘটেনি। চোরাচালানীরা চাঁপাইনবাবগঞ্জকে সোনা পাচারের ভবিষ্যত রুট হিসেবে গন্য করছে বলে বিজিবির ধারনা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৩-১৮
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনামসজিদ স্থলবন্দরের এক নম্বর গেট এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করা হয়। এর প্রতিটির ওজন ১১৬ গ্রাম করে। আটক সোনার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
সোনার বারগুলো ভারতে পাচার করার জন্য আনা হয়েছিল দাবি করে তিনি জানান, বিগত এক দশকেরও বেশি সময় ধরে এ সীমান্তে সোনা আটকের ঘটনা ঘটেনি। চোরাচালানীরা চাঁপাইনবাবগঞ্জকে সোনা পাচারের ভবিষ্যত রুট হিসেবে গন্য করছে বলে বিজিবির ধারনা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৩-১৮
from Chapainawabganjnews http://ift.tt/2IKrIfJ
March 22, 2018 at 01:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন