মন্ট্রিয়ল, ১৭ মার্চ- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে দাপ্তরিক প্রক্লেমেশনের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে মন্ট্রিয়লের ভিলারী সেন্টমিশেল- পার্ক এক্স বোরো। ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়লের আবেদনের প্রেক্ষিতে বোরো মেয়র জুলিয়ানা ফুমাগ্যালির ঐকান্তিক সদিচ্ছায় বোরো এসেম্বলিতে বিলটি পাশ হয়। গতকাল শুক্রবার বিকালে সিটি হলের একটি সভাকক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়লের কর্মকর্তাদের উপস্থিতিতে সংগঠনের সভাপতি সাংবাদিক মনিরুজ্জামানের হাতে প্রোক্লেমেশনের কপি হস্তান্তর করেন বোরো মেয়র জুলিয়ানা ফুমাগ্যালি। এসময় সংগঠনের কর্মকর্তাদের মধ্যে ঊপস্থিত ছিলেন কাজী শহীদ, হাফিজুর রহমান, আব্দুর রশিদ খান, হাসান জাহিদ কমল, ইশরাত আলম, আরিফ খন্দকার, শামীম আরা ভূইয়া, মমতাজ পাপিয়া, নাজনীন নীশা, নাজমুল হাসান, শাকিল আহমেদ, মুরসালিন নীপু নুরুজ্জামান দুলাল ও শাহাব উদ্দিন।বোরোর সিটি কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তারা সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে অংশ নেন। মন্ট্রিয়লের পার্ক এক্সের তরুন নেতা রফিক বেনতাবেলের বিশেষ সহায়তা ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দাপ্তরিক প্রোক্লেমেশনের জন্য।গত ১৩ মার্চ প্রক্লেমেশনের কপি এবং ১৬ মার্চ প্রক্লেমেশনের আসল সনদ বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়লের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।এসময় মেয়র জুলিয়ানা ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলাদেশে ভাষার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বিশ্বের সকল ভাষা সেটা যত ক্ষুদ্রই হোক তা সংরক্ষণে এই প্রক্লেমেশন ভূমিকা রাখবে। তিনি এসোসিয়েশনের সকল সদস্য ও মন্ট্রিয়লে বসবাসকারী সকল বাংলাদেশীকে শুভেচ্ছা জানান। বাঙালিদের জন্য গৌরবজনক প্রক্লেমেশনের স্বীকৃতি বিশ্ব প্রবাসীদের কাছে আনন্দ সংবাদ। এর পূর্বে কানাডার টরন্টো এবং অটোয়া সিটি কতৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে দাপ্তরিক কর্মসূচি হিসেবে স্বীকৃতি দিয়ে পালন করছে। টরন্টো সিটি কতৃপক্ষ অন্যান্য ভাষার সঙ্গে বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করে আসছে যা সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের জন্য গৌরব এবং অহংকারের বিষয়। মন্ট্রিয়লের ভিলারী সেন্টমিশেল- পার্ক এক্স বোরো মেয়র জুলিয়ানা ফুমাগ্যালি বলেছেন আগামী বছর থেকে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে তারা দাপ্তরিক ভাষা দিবস হিসেবে পালন করবেন। সূত্র: সিবিএনএ২৪ আর/১০:১৪/১৭ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DBPUNx
March 18, 2018 at 04:13AM
Home
»
বিশ্ব বাংলা
» আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে দাপ্তরিক স্বীকৃতি দিয়েছে মন্ট্রিয়লের ভিলারী সেন্টমিশেল- পার্ক এক্স বোরো
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন