স্কুলে বাংলা পড়ানোর দাবি উত্তরাখণ্ডে

নয়াদিল্লি, ২৪ মার্চঃ স্কুলে অন্যতম ভাষা হিসেবে পড়ানো হোক বাংলা। এমন দাবি জানালেন উত্তরাখণ্ডের বাঙালি সম্প্রদায়।

উত্তরাখণ্ডের উধম সিং নগরে প্রায় ২ লক্ষেরও বেশি বাঙালির বসবাস। জেলার মোট জনসংখ্যা ১৬ লক্ষ ৪৮ হাজার ৩৬৭। বিশেষ করে জেলার সিতারাগঞ্জ ও দীনেশপুরে বাঙালি ভোটারদের সংখ্যা গুরুত্বপূর্ণ।
ওই জেলার বাঙালিদের অভিযোগ, কয়েক পুরুষ ধরে তাঁরা সেখানে বসবাস করলেও রাজ্যের সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষার মানচিত্রে বাঙালিদের ঢোকানো হয়নি। রাজ্যের শিক্ষামন্ত্রী অরবিন্দ পান্ডে আশ্বাস দিয়েছেন, বিজেপি সরকার বাঙালিদের দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pCe6vj

March 24, 2018 at 05:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top