আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মোর্চার সঙ্গে জোট করবে বিজেপি

শিলিগুড়ি, ৩১ মার্চঃ পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে জোট করবে বিজেপি। শনিবার দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শিলিগুড়িতে একথা বলেছেন। তাঁর কথায় অবশ্য স্পষ্ট, মোর্চায় এখনও যাঁরা বিমল গুরুংয়ের সমর্থক তাঁদের সঙ্গেই সমঝোতা করতে চায় বিজেপি। কারণ জিটিএ-র বর্তমান প্রধান বিনয় তামাং সম্পর্কে বিজেপি-র মনোভাব যে ইতিবাচক নয়, দিলীপবাবু তা স্পষ্ট করে দিয়েছেন। দিলীপবাবু বলেন, ‘মুখ্যমন্ত্রী জোর করে বিনয়কে পাহাড়ের নেতা বানাতে চাইছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মোর্চার সঙ্গে জোট করেই লড়বে। বিনয় তামাংকে জোর করে সহকারী পদে বসানো হয়েছে। বিনয় মুখ্যমন্ত্রী দিকে রয়েছে। তবে মোর্চার সমর্থকরা কোন দিকে থাকবে সেটা সময়ই বলবে।’

বিজেপি-র রাজ্য সভাপতির বক্তব্য, ‘বিনয় পার্টির কেউ নয়, সেখান থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং পার্টি তার কথা শুনে চলবে কিনা সন্দেহ রয়েছে। তিনি দিদির আশীর্বাদে নেতা সুতরাং তাঁকে দিয়ে বেশিদিন চলবে না। মুখ্যমন্ত্রী শুধু রাজনীতি করছেন। পাহাড়ের মানুষ খুশি নন। মুখ্যমন্ত্রী পাহাড়ে নেতা বদল করে ঝান্ডা বদল করতে চাইছেন।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GqRDrl

March 31, 2018 at 01:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top