আগেই জানা গিয়েছিল, রাশিয়া বিশ্বকাপেই ব্যবহার হতে চলেছে গোললাইন টেকনোলজি, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ব্যবহার। এবার সেটা পাশ হয়ে গেলো ফিফা কংগ্রেসেও। সুতরাং, প্রথমবার বিশ্বকাপে ব্যবহৃত হতে চলেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিস (VARs) সিস্টেম। চলতি বছর রাশিয়া ফুটবল বিশ্বকাপে এই প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়ে দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো। এছাড়াও বিশ্বকাপে ম্যাচের অতিরিক্ত সময়ে চতুর্থ পরিবর্তিত খেলোয়াড়কে নামানোর ছাড়পত্রও দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই মাসেই (মার্চ) ভিএআর সিস্টেমকে সবুজ সংকেত দেয় ফুটবলের নীতি নির্ধারনি সংস্থা আইএফএবি। ফিফা কংগ্রেসের বৈঠকের পর প্রেসিডেন্ট ইনফ্যান্তিনো সাংবাদিকদের জানান, প্রথমবার আমরা বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ব্যবহার করতে যাচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, একই সঙ্গে ঐতিহাসিকও। ভিএআর পদ্ধতিতে কোনও ঘটনার রিভিউর সিদ্ধান্তে রেফারিকে সাহায্য করবেন ভিডিও অ্যাসিস্ট্যান্টরা। বিশ্বকাপ প্রথমবার হলেও চলতি মৌসুমে জার্মানির বুন্দেসলিগা এবং ইতালির সিরি-এ এবং ইংলিশ এফএ ও লিগ কাপের কিছু ম্যাচে ব্যবহৃত হয়েছে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে রেফারির ভুল অনেক কম করা সম্ভব হয়েছে বলে জানা ফিফা প্রেসিডেন্ট। এছাড়াও ২০২৬ বিশ্বকাপের ভেন্যু নির্ধারিত হবে মস্কোর জুনে বিশ্বকাপ চলাকালীন ফিফা কংগ্রেসের বৈঠকে। আট বছর পরের বিশ্বকাপ আয়োজনের দৌড়ে রয়েছে মরক্কো, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। সূত্র: জাগোনিউজ২৪ আর/০৭:১৪/১৮ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2HFKrba
March 18, 2018 at 01:51PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন