সুরমা টাইমস ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সমুদ্র সৈকতে নারীদের অগোচরে তাদের ছবি তোলার অপরাধে এক বছরে ২৮৯ জনকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ।
২০১৭ সালে সৈকতে ঘুরতে আসা নারীদের অনুমতি ছাড়া তাদের ছবি তোলার অপরাধে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এছাড়া গত বছরে সমুদ্র সৈকতে বিভিন্ন অপরাধে আরো ১,৭২৫ জনকে গ্রেফতার করা হয় বলে দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এসব অপরাধের মধ্যে রয়েছ, অনুমতি ছাড়া নারীদের ছবি তোলা, পর্যটকদের বিরক্ত করা এবং অন্তর্বাস পরে সাগরে সাতার কাটা।
দুবাই পুলিশের রেকর্ড করা তথ্য থেকে জানা যায়, পর্যটকদের নানাভাবে বিরক্ত করার অপরাধে ৭৪৩ জনকে আটক করা হয়।
বন্দর পুলিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার আব্দুল কাদের আল বান্নাই বলেন, ২৫৬ ব্যক্তিকে অন্তর্বাস পরে সাঁতার কাটার অপরাধে আটক করা হয়। কোনো নারীর অনুমতি ছাড়া তার ছবি তোলা সম্পূর্ণ অবৈধ। আমাদের লক্ষ্য সৈকতকে পর্যটকদের জন্য আনন্দদায়ক করে তোলা এবং তাদের সমস্যা হয় এমন সব কিছু প্রতিহত করা।
এছাড়া গত বছরে সৈকতে ১৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং চারজন আহত হয়েছে বলেও জানান তিনি। ২০১৬ সালে মৃতের সংখ্যা ছিলো ২৯ এবং আহতের সংখ্যা ছিলো ৬ জন। সূত্র:- গালফ নিউজ।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2GfjNW7
March 27, 2018 at 10:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন