শুনছে না কর্তৃপক্ষ, নিজেরাই মাঠে নামলেন এলাকাবাসী

ক্রান্তি, ২৪ মার্চঃ পঞ্চায়েত কর্তৃপক্ষ রাস্তা সংস্কার করে না দেওয়ায় নিজ উদ্যোগে রাস্তা সারাইয়ের কাজে হাত দিলেন শনিবার উত্তর চ্যাংমারি(যোগমারি) গ্রামের ২০/১৬৪ নম্বর পার্টের বাসিন্দারা। ঘটনাটি রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার। গ্রামবাসীরা জানান, গ্রামের এই মাটির রাস্তাটি অনেকটাই নীচু। কাঁচা চা পাতা পরিবহনকারি গাড়িগুলি হরদম এই রাস্তা দিয়ে চলাচল করায় রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাফেরা করা দুর্বিসহ। অভিযোগ, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোন লাভ নেই। দাবি, নিজেদের অসুবিধা দূর করতে নিজেদেরই উদ্যোগ নিতে হয়েছে। এবিষয়ে স্হানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা অনিলা রায় জানান, রাস্তা সংস্কারের বিষয়ে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন।

তথ্য ও ছবিঃ নন্দদুলাল দাস

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G3y0VZ

March 24, 2018 at 02:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top