বিশ্বনাথ থিয়েটার মঞ্চস্থ করলো নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল

IMG_20180328_141516_093বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: নাট্যকার এস এম সোলায়মানের লেখা ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’ নাটকটি মঞ্চস্থ করেছে বিশ্বনাথ থিয়েটার । সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের রামসুন্দর হাইস্কুল মাঠে বিশ্বনাথ উপজেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চস্থ হওয়া নাটকটির নির্দেশনা দিয়েছেন নবীন সোহেল।

নাটক দেখে উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার বলেন, আমি আজ মুগ্ধ। বিশ্বনাথ থিয়েটার প্রতিবারই ভিন্নধারার কিছু নিয়ে আসে দর্শকদের সামনে। আজও তার ব্যতিক্রম নয়। তিনি আরো বলেন, নাটকে যারা অভিনয় করেছে তারা সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে নাটকটি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জহুরা বলেন, ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’ নাটকটি দেখে আবেগপ্রুত হয়ে গিয়েছিলাম। বিশ্বনাথ থিয়েটারের অসাধারণ উপস্থাপন।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আনহার আলী, নবীন সোহেল, নুরুল আমিন, শফিক আহমদ, মাজহারুল ইসলাম, নাজিম উদ্দিন, রাহিদ আহমদ, ফয়জুল ইসলাম ও আব্দুল হাকিম। মঞ্চ নির্দেশনা ও সাজসজ্জায় ছিলেন কামাল মুন্না, আবহ সঙ্গীতে ছিলেন পিউল দেব সৈকত ও আহমেদ জুয়েল।

নাটক উপভোগ করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, বিশ্বনাথ বন্ধুসভার সভাপতি ডাঃ প্রবীর কান্তি দে পিংকু, উপজেলা সিও সাদেক হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রোহেল উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আকতার হোসেন, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, বিশ্বনাথ নতুন বাজার বনিক সমিতির কমিশনার নাইম আহমদ, বিশ্বনাথ টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার বদরুল ইসলাম মহসিন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2GyAcbv

March 28, 2018 at 02:22PM
28 Mar 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top