ঢাকা, ০১ মার্চ- একটা সময় উপস্থাপনা নিয়ে টিভি পর্দা মাত করে রাখতেন নুসরাত ফারিয়া। এরপর দুই বাংলাজুড়ে চলচ্চিত্রের ব্যস্ততা। এখনও আছে। তারও আগে ছিলেন নাচে ব্যস্ত। শাস্ত্রীয় নাচে নাকি ভালো দখল তার। এবার তার আরও একটি গুণের খোঁজ মিললো। গায়িকা হিসেবে ভক্তদের সামনে হাজির হচ্ছেন তিনি। গানের নাম পটাকা। অনেকটা চুপিসারে গত বছর ডিসেম্বরে এর রেকর্ডিং হয়েছে। মাঝের এতোদিন চেপে রেখেছিলেন খবরটি। ফারিয়া বলেন, আমি তো অনেক কিছুই চেপে রাখি। এটাও তাই। এখন মনে হয় জানানো দরকার। কারণ আসছে এপ্রিলে গানটি রিলিজ হবে। প্রায় ৬ মাস ধরে অনুশীলন করে তারপর এ গানের রেকর্ডিংয়ে দাঁড়িয়েছেন ফারিয়া। গান শেখার বিষয়ে বললেন, আমি আসলে প্রাতিষ্ঠানিকভাবে কখনও গান শিখিনি। নিজে নিজেই গাইতাম। ইচ্ছেও ছিল অনেকদিনের। কিন্তু কেউ তো আমাকে সুযোগ দিলো না! মজার ছলেই জানালেন, তাই নিজেই এবার উদ্যোগী হয়েছেন গাওয়ার বিষয়ে। গানটির কথা লিখেছেন রাকিব রাহুল। এর সুর-সংগীত করেছেন প্রীতম হাসান। ফারিয়া গাইবেন আর সেটির ভিডিও হবে না- তা তো আর হয় না। ফারিয়া বললেন, ভিডিওটির কোরিওগ্রাফি ও পরিচালনায় থাকবেন ভারতের পরিচালক বাবা যাদব। এতে মডেল হিসেবে থাকবেন নামজাদা একজন। যা এখনই বলে দিতে চাই না। বলে দিলে চমক থাকলো কই! গানের ভিডিওটি ফারিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে এপ্রিল মাসে অবমুক্ত হবে। আর গানের বিষয়? ফারিয়া জানালেন, এটি পৃথিবীর সব নারীদের জন্য গান। এদিকে নুসরাত ফারিয়া বৃহস্পতিবার (১ মার্চ) সকাল থেকে অন্যরকম সময় কাটাচ্ছেন ময়মনসিংহের রাইমনি গ্রামের লে. জে. এম হারুনুর রশীদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে। তিনি বলেন, এটি আমাদের পারিবারিক স্কুলের মতো। মানে আমার পরিবারের সদস্যরা এর সঙ্গে জড়িত। রাইমনি গ্রামে কোনও স্কুল ছিলো না। সেই অভাব থেকে চার বছর আগে এটির প্রতিষ্ঠা হয়। এখানে আজ স্পোর্টস ডে, তাই সারাদিন এখানকার বাচ্চাদের সঙ্গে আনন্দে কাটাবো। এটা আমার জন্য অন্যরকম ভালোলাগার জায়গা। সূত্র: বাংলা ট্রিবিউন এমএ/ ০৩:৫৩/ ০১ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t5mkA3
March 01, 2018 at 10:00PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন