কম বয়সী পেসার হিসেবে ৪০০ উইকেট নিলেন ব্রড

অকল্যান্ড, ২৩ মার্চঃ  টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলক ছুলেন স্টুয়ার্ট ব্রড। বৃহস্পতিবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের ওপেনার টম ল্যাথামকে আউট করে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সী পেসার হিসেবে  ৪০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। ভেঙে দিলেন ডেল স্টেইনের রেকর্ড। ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে ৩২ বছর ৩৩ দিন বয়সে এই মাইলফলক ছুঁয়েছিলেন তিনি।  এদিন লাথামকে আউট করে ৩১ বছর ২৭১ দিনে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৫ তম বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছেন স্টুয়ার্ট ব্রড। জেমস অ্যান্ডারসনের পর দ্বিতীয় ইংরেজ পেসার হিসেবে ৪০০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।

তবে সব ধরনের বোলারদের হিসেবে মুরলিধরন আর হরভজন সিংই কেবল ব্রডের চেয়ে কম বয়সে ৪০০ টেস্ট উইকেটের মালিক হয়েছেন। মুরলিধরন এই রেকর্ড অর্জন করেছিলেন ২৯ বছর ২৭০ দিন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2HVE1os

March 23, 2018 at 06:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top