জাতীয় সংগীতে সংশোধনের প্রস্তাব বিজেপি নেতার

নয়াদিল্লি, ১৮ মার্চঃ জাতীয় সংগীত থেকে বাদ দেওয়া হোক ‘অধিনায়ক’ শব্দটি। এমনটাই দাবি করলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা অনিল ভিজ। তাঁর মতে, ‘অধিনায়ক শব্দটির মানে ‘ডিক্টেটর’ বা ‘একনায়ক’। আর ভারত গণতান্ত্রিক দেশ। তাই অধিনায়ক শব্দটি প্রশস্তি করা অসঙ্গত।’

সম্প্রতি অসমের কংগ্রেস নেতা রিপুন বোরা রাজ্যসভায় বেসরকারি প্রস্তাব পেশ করে জাতীয় সংগীতে সংশোধনের প্রস্তাব দেন। তাঁর বক্তব্য, ‘জাতীয় সংগীতে উল্লেখিত ‘সিন্ধু’ বর্তমানে পাকিস্তানের অংশ। তাই তার অপসারণ প্রয়োজন। তার পরিবর্তে ‘উত্তর-পূর্ব’-কে জাতীয় সংগীতে সংযোজন করা হোক।’

কংগ্রেস সাংসদের এই দাবিকে সমর্থন জানিয়ে ‘অধিনায়ক’ শব্দটি নিয়ে মুখ খোলেন অনিল ভিজ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2G6VHQN

March 18, 2018 at 04:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top