ইসলামাবাদ, ২৩ মার্চ- চলছে পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসর। ভারত ছাড়া বাকি সব ক্রিকেট খেলুড়ে দেশগুলোর খেলোয়াড়রা এই লিগ খেলছেন। বিশ্বের নামকরা খেলোয়াড়রা এই লিগে অংশগ্রহণ করলেও ভারতীয় কোনো ক্রিকেটার এখানে খেলেন না। শুধু পিএসএল না। ভারতীয় কোনো ক্রিকেটারই অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন না। অন্য দেশগুলো নিজেদের লিগে ভারতকে আমন্ত্রণ জানাতে চাইলেও পাকিস্তানের ক্ষেত্রে সেটা না ভাবাটাই হয়তো ভালো। কিন্তু এতোসবে চিন্তিত নয় পাকিস্তানি গ্রেট শহীদ আফ্রিদি। ভারত-পাকিস্তানের শুধু মাঠের দ্বন্দ্বই নয়, দ্বন্দ্ব দুদেশের রাজনীতির মাঠেও। আরও পড়ুন: এবারের পিএসএলে করাচি কিংসের অধিনায়ক হয়ে খেলছেন আফ্রিদি। এলিমিনেটর রাউন্ডে পেশোয়ার জালমির বিপক্ষে হেরে ফাইনালে উঠতে হয়নি করাচির। ভারতীয়রা অন্য দেশের লিগে না খেললেও ভারতীয়দের পিএসএলে আমন্ত্রণ জানানোর স্বপ্ন দেখেন আফ্রিদি। আফ্রিদির মতে, ওরা আসুক কিংবা না আসুক, আমন্ত্রণ তো জানাতে পারি। কাজটা বেশ কঠিন হলেও আমরা আমন্ত্রণ জানাতেই পারি। ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কা দলের বাসের ওপর জঙ্গি হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত পাকিস্তান। খেলতে হয় অন্যের মাঠে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেষ্টার কমতি রাখছে না নিজেদের দেশে ক্রিকেট ফেরাতে। আরও পড়ুন: মাশরাফি-সাকিবকে যা বললেন প্রধানমন্ত্রী গত বছর বিশ্ব একাদশের একটি দলকে এনে খেলিয়েছে। পিএসএলের গত আসরের ফাইনাল খেলানো হয়েছে লাহোরে। এবারের চলতি পিএসএলের এলিমিনেটর পর্বের দুটি ম্যাচও অনুষ্ঠিত হয়েছে লাহোরে। ফাইনাল ম্যাচও হবে এ মাঠেই। পিএসএল এর ফাইনাল ম্যাচ পাকিস্তানে করলেও অনেক বিদেশি খেলোয়াড় আসতে চায় না দেশটিতে। এ নিয়ে আফ্রিদি বলেন, আমি চাইবো আগামীতে যেন ঐসব খেলোয়াড়দেরই বাছাই করা হয়, যারা আমাদের দেশে এসে খেলবে, আমাদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/২৩ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HXuCg8
March 24, 2018 at 05:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন