শামুকতলা, ২৫ মার্চঃ বাইসনের হামলায় গুরুতর জখম এক ব্যক্তি। আলিপুরদুয়ারের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের বানিয়াডাবরী গ্রামের ঘটনা। জখম ব্যক্তির নাম নির্মল মোচারী। আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। নির্মলবাবুর এক আত্মীয় জানান, তিনি আজ সকালে চাষের জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে বাইসনের হামলার মুখে পড়েন। বাইসনের এলো পাতারি হামলায় গুরুতর জখম হন তিনি। গ্রামবাসীরাই তাঁকে উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে পাঠায়।
আলিপুরদুয়ার হাসপাতাল সুত্রে খবর, বাইসনের হামলায় নির্মলবাবুর বুকের পাঁজরের হাড় ভেঙ্গে গিয়েছে। হাসপাতালের আইসিইউতে তার চিকিৎসা চলছে।
স্থানীয় সুত্রে খবর, আজ সকালেই পানবাড়ি ফরেস্ট থেকে তিনটি বাইসন বানিয়াডাবরী গ্রামে ঢুকে দৌড়াদৌড়ি শুরু করে। তাদের মধ্যেই একটি বাইসন এই কাণ্ড ঘটায়। ঘটনার খবর পেয়ে বনকর্মীরা গ্রামে আসে এবং বাইসনগুলি জঙ্গলে পাঠিয়ে দেয়।
তথ্য ও ছবিঃ হরিপদ পাল
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G2zeVr
March 25, 2018 at 02:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন