রেকর্ড গড়লেন স্মৃতি, হারল ভারত

মুম্বই, ২৫ মার্চঃ  ভারতের মহিলা ক্রিকেট দলের হারের ধারা যেন কাটতেই চাইছে না। অস্ট্রেলিয়ার কাছে ওয়ান ডে সিরিজে পর্যুদস্ত হওয়ার পর ত্রিদেশীয় সিরিজের টি২০ ম্যাচের প্রথম ম্যাচেও অসিদের কাছে হেরেছিলেন মিতালিরা। দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডের কাছেও হারলেন তাঁরা। স্মৃতি মন্ধনার রেকর্ড গড়লেও লাভ হল না। সাত উইকেটে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে হারাল ইংল্যান্ডের মেয়েরা। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট। মিতালি রাজ (৫৩) ও স্মৃতি মন্ধনার (৭৬) ব্যাটে ভর করে ১৯৮ রানের বড়ো ইনিংস খাড়া করে ভারত। ২৫ বলে ৫০ করে ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড করেন স্মৃতি। কিন্তু ড্যানিয়েল ওয়াটের ব্যাটিং ঝড়ে উড়ে যান ভারতীয় বোলাররা। বিরাট কোহলির একদা পাণিপ্রার্থী ড্যানিয়েল ৬৪ বলে ১২৪ রান করে কার্যতএকাই ভারতকে হারিয়ে দেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uhLigb

March 25, 2018 at 01:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top