নয়া দিল্লি, ১৫ মার্চ- স্ত্রী হাসিন জাহানের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ শামির সামনে মুশকিল আরও বাড়ছে। সামির বিরুদ্ধে হাসিনের ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগের বিষয়টিকে বিবেচনায় নিয়ে আসছে। কয়েকদিন আহে মহম্মদ সামির বিরুদ্ধে হাসিন জাহানের অভিযোগ করেন যে, দুবাইয়ে এক পাকিস্তানি মহিলার কাছ থেকে টাকা নিয়েছিলেন। সাংবাদিক বৈঠকে সামির সঙ্গে তাঁর কথোপকথনের একটি ক্লিপ প্রকাশ করেন হাসিন। সেই অডিও টেপে হাসিনকে একটি পাকিস্তানি মেয়ে আলিশবার সঙ্গে তাঁর কী সম্পর্ক রয়েছে, সেই প্রশ্ন করতে শোনা গিয়েছে হাসিনকে। হাসিন অভিযোগ করেন যে, একজন মহম্মদ ভাইয়ের মদতে দুবাইয়ে থাকার সময় সামি ওই মহিলার কাছ থেকে টাকা নিয়েছেন। সেই অভিযোগ কী ম্যাচ ফিক্সিংয়ের দিকে ইঙ্গিত করছে ? তাই নিয়ে জল্পনা চলছিল ক্রিকেট মহলে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এব্যাপারে এবার তদন্তে নামল বিসিসিআই। জানা গেছে, সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই এবার বিসিসিআইয়ের দুর্নীতি-দমন শাখাকে চিঠি দিযে এ ব্যাপারে তদন্ত করে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন । বোর্ডের প্রশাসন এই নির্দেশ দেওয়ায় রীতিমতো তোলপাড় ক্রিকেট মহল। জানা গেছে, চিঠিতে রাই লিখেছেন যে, পুরো অডিও ক্লিপের প্রশাসক কমিটি মহম্মদ ভাই নামে এক ব্যক্তির আলিশবা নামে পাক মহিলার হাত দিয়ে সামিকে টাকা পাঠানোর অংশটি নিয়েই চিন্তিত। রাই দুর্নীতি দমন শাখাকে আলিশবা ও মহম্মদ ভাইয়ের পরিচয় এবং তাদের কাছ থেকে সামি টাকা নিয়েছিলেন কিনা, সেই বিষয়ে তদন্ত করতে বলছে। আরও পড়ুন: ভেনাসের কাছে সেরেনার হার উল্লেখ্য, হাসিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ড সামির বার্ষিক চুক্তি স্থগিত রেখেছে। এরপর বোর্ডের তদন্তের নির্দেশ সামির পক্ষে একটা ধাক্কা বলেই মনে করা হচ্ছে। তথ্যসূত্র: এবিপি আনন্দ এআর/০৯:৩০/১৫ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FLx0pk
March 15, 2018 at 03:30PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন