নয়াদিল্লি, ১৩ মার্চঃ সমাজবাদী পার্টি ছেড়ে সোমবার বিজেপি-তে যোগ দিয়েছিলেন নরেশ আগরওয়াল। নরেন্দ্র মোদির দলে যোগ দিয়েই তিনি মন্তব্য করেছিলেন, ‘সিনেমায় নাচনেওয়ালি মহিলার জন্য আমাকে টিকিট দিল না সমাজবাদী পার্টি।’ দলের ভিতর এবং বাইরের চাপে মঙ্গলবার সেই মন্তব্য প্রত্যাহার করলেন সদ্য বিজেপি-তে যোগ দেওয়া রাজ্যসভার সদস্য নরেশ আগরওয়াল। তিনি বলেন, ‘আমি কাউকে অপমান করার জন্য ওই কথা বলিনি। আমার কথায় কেউ যদি অপমানিত হন, তাহলে আমি দুঃখিত। আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি।’
এদিকে, নরেশের মন্তব্যকে ঘিরে দেশজুড়ে দলমত নির্বিশেষে মহিলা সাংসদ ও বিধায়করা তাঁর বিরুদ্ধে রোষে ফেটে পড়েছেন। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি এবং কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল নরেশ আগরওয়ালের মন্তব্যের কঠোর নিন্দা করেছিলেন। জয়া বচ্চনের বিরুদ্ধে নরেশের অপমানজনক মন্তব্যের নিন্দা করেন সমাজবাদী পার্টির প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। বিজেপি-র কাছে নরেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FxBAvq
March 13, 2018 at 09:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন