বিশ্বনাথে দুই ভাইয়ের মারামারি: নিষ্পত্তি করলেন ওসি সামছুদ্দোহা পিপিএম

IMG-20180307-WA0002মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: সিলেটের বিশ্বনাথ উপজেলা’র দেওকলস ইউনিয়নের আগ্নপাড়া গ্রামের লন্ডন প্রবাসী আবুল কাহের সিকদার লিমন এবং তার চাচাতো ভাই প্রতিপক্ষ জাকির আহমদ সিকদারের মধ্যে বাড়ীর রাস্তায় নির্মিত কালভাট ভাঙ্গা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জগড়া চলে আসছে।

খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশের একটি টিম সেখানে উপস্হিত হয়। এবং পরিস্থিতি মোকাবেলায় শালিশের সমাধানের আশ্বাস দেন থানার এসআই নবী হোসেন। এলাকাবাসী দাবি করেন পুলিশ আসায় বড় ধরনের দূর্ঘটনা থেকে বেচেঁ যায় দুটি পরিবার।

জানা গেছে, আবুল কাহের ও জাকির সিকদার দুজনই একই পরিবারের আপন চাচাতো ভাই। তাদের মধ্যে সমন্বয় না তাকায় দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে মারামারি ঘটনা চলছে।

অপরদিকে, ঘটনার পরে আবার এমন ঘটনার সংবাদে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ সহ উপস্হিত হন। সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হাজি আব্দুল মতিন, শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আরান দে, বিশ্বনাথ ওমর ফারুক একাডেমী’র প্রধান শিক্ষক আক্তার ফারুক, স্হানীয় ইউপি সদস্যা আজাদ মিয়া (মেম্বার), দৌলতপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্ভাক্তা নিজামুল ইসলাম, দেওকলস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল কুদ্দুছ, সহ এলাকার নেতৃবৃন্দের উপস্হিতিতে দু-পক্ষের উপরুক্ত সমস্যা সমাধান করা হয়।

এ বিষয়ে ওসি সামছুদ্দোহা পিপিএম বলেন বিশ্বনাথ থানা এলাকায় যখন এ ঘটনার খবর পাই প্রথমেই আমি পুলিশ পাটাই। পরবর্তীতে ঘটনার প্রকট আকার ধারন হওয়ায় আমি এলাকার মানুষকে সাথে নিয়ে ঘটনাস্হলে পৌছি। আলোচনার মাধ্যমে সৃষ্ট ঘটনা নিষ্পত্তির লক্ষে উভয় পক্ষের সমস্যা সমাধান  করা হয়।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2FoE9fa

March 07, 2018 at 07:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top