নয়াদিল্লি, ৩১ মার্চঃ ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী দেশের ২৩টি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজিতে শিক্ষকের অভাব হয়ে দাঁড়িয়েছে ৩৪ শতাংশ। শুধুমাত্র হিমাচল প্রদেশের আইআইটি মান্ডিতে প্রয়োজনের বেশি শিক্ষক রয়েছেন। পাল্লাকড়, তিরুপতি, গোয়ার মতো নতুন আইআইটি-র পাশাপাশি শিক্ষকের অভাবে সমস্যায় পড়েছে মুম্বই, খড়গপুর ও কানপুর আইআইটি-ও। সবকটি প্রতিষ্ঠানেই ২৫ থাকে ৪৫ শতাংশ শিক্ষক ঘাটতি রয়েছে। ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে আশ্বস্ত করা হয়েছিল, আইআইটিগুলিতে যাতে বিদেশ থেকে শিক্ষক নিয়ে আসা যায়, তার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে।
বর্তমানে খড়গপুর আইআইটিতে শিক্ষক ঘাটতি রয়েছে ৪৬ শতাংশ। তালিকায় এর পরেই রয়েছে কানপুর (৩৬ শতাংশ), দিল্লি (২৯ শতাংশ), চেন্নাই (২৮ শতাংশ) এবং মুম্বই (২৭ শতাংশ)।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pSBOn7
March 31, 2018 at 04:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন