লেবাননে সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসব উদযাপন

Untitled-1

বাবু সাহা, লেবাননঃব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লেবাননে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসব বা দোলযাত্রা। তাদের মতে, দোল পূর্ণিমার এ দিনে বৃন্দাবনে সখীদের সঙ্গে রংয়ের আবির দিয়ে খেলায় মেতে উঠেন শ্রীকৃষ্ণ।

লেবাননের দাওড়ায় নিউ ইন্দো-লংকা স্টোরে ৪ঠা মার্চ রোববার আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে একে অপরকে নানা রঙের আবীরে রাঙিয়ে পালন করা হয় দোলযাত্রা বা হোলি উৎসব। এই উৎসবের আয়োজন করে প্রবাসী সনাতন সেবা কল্যান সংঘ লেবানন।

সংগঠনটির প্রধান আহব্বায়ক বাবু সন্তোষ ভৌমিক এর পরিচালনায় পূজা অর্চ্চনা করেন শ্রী গৌরাঙ্গ বৈষ্ণব।দোল উৎসবে বিশেষ আয়োজনের মধ্যে ছিল কীর্তন, ভোগ আরতি ও প্রসাদ বিতরন।কীর্তন পরিবেশন করেন প্রবাসী সনাতন সেবা কল্যান সংঘের ভক্তবৃন্দরা।CC

উপস্থিত ছিলেন, লেবানন ইসকন এর প্রতিনিধি শ্রী প্রেমাধান দাস শ্রী মধুকরন, সনাতনী আমরা  প্রবাসী সংগঠনের সভাপতি ডঃ জে.সি দাস সহ সকল ভক্তবৃন্দ, প্রবাসী সনাতন সেবা কল্যান সংঘ এর সদস্য প্রশান্ত পাল, বিমল কর্মকার, রিপন দেবনাথ, অশ্বিনী দাস, বিষ্ণুযানা, বিপ্লব ভক্ত, নয়ন কর্মকার, বাবু সাহা, রুবেল ভৌমিক, শিমুল মজুমদার, লিটন ভৌমিক, রাজু ভৌমিক, চন্দন দেবনাথ, সমীর দেবনাথ, মেট্রো সুপার সপ এর সকল ভক্তবৃন্দ সহ আরো অনেকে।এদিন সাপ্তাহিক ছুটি থাকায় দোল পূর্ণিমায় প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।সবশেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরন করা হয়

 



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2Fee2vA

March 06, 2018 at 12:46AM
06 Mar 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top