কলকাতা, ৯ মার্চঃ রাজ্যসভায় কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকে সমর্থনের কথা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি নজরুল মঞ্চে কোর কমিটির সভা থেকে আজ তৃণমূল কংগ্রেসের চার রাজ্যসভা প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরাঁ হলেন নাদিমূল হক, শুভাশিস চক্রবর্তী, আবির বিশ্বাস ও শান্তনু সেন। পঞ্চম আসনে পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকে সমর্থনের কথা জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল কলকাতা আসছেন সিংভি।
রাজস্থানের রাজ্যসভার সদস্য সিংভি জাতীয় রাজনীতিতে অতি পরিচিত মুখ। অনেকদিন ধরেই কংগ্রেসের মুখপাত্রের দায়িত্বে তিনি। সুপ্রিম কোর্টের প্রথমসারির আইনজীবী তিনি।
অভিষেক মনু সিংভিকে সমর্থন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বৃহত্তর স্বার্থেই অভিষেক মনু সিংভিকে সমর্থন করা হবে। পঞ্চম আসনে তৃণমূল লড়বে না।
জানা গিয়েছে, সিংভিকে সমর্থন নিয়ে রাহুল গান্ধির সঙ্গে আলোচনা হয়েছিল প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর। কংগ্রেসের তরফে একথা স্বীকারও করা হয়।
আগামী ২৩ মার্চ পশ্চিমবঙ্গ সহ-দেশের ১৬টি রাজ্যে রাজ্যসভা নির্বাচন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FwpC1e
March 09, 2018 at 06:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন