আজকের ডুডলে চিপকো আন্দোলন

নয়াদিল্লি, ২৬ মার্চঃ আজ গুগল, ডুডলের মাধ্যমে সেলিব্রেট করছে চিপকো আন্দোলনের ৪৫ তম বর্ষপূর্তি। অহিংস নীতিতে চিপকো আন্দেলন শুরু হয়েছিল বন সংরক্ষণের লক্ষ্যে। অরণ্যবিনাশের বিরুদ্ধে সেই প্রতিবাদের বার্ষিকী উদযাপনে ২৬ মার্চের গুগল ডুডলে চিপকো আন্দোলন।

উত্তরপ্রদেশে ১৯৭০ সালে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। বিশিষ্ট পরিবেশবিদ সুন্দরলাল বহুগুনা এই আন্দোলনের প্রাণপুরুষ। অবাধে পরিবেশ ধ্বংস করা হচ্ছিল। সেই ধ্বংসলীলার বিরুদ্ধেই পথে নেমেছিলেন সুন্দরলাল বহুগুনা।
হিন্দিতে ‘চিপকো’ শব্দের অর্থ কোনো কিছুকে জড়িয়ে ধরে থাকা। গাছ কাটার বিরুদ্ধে আন্দোলনকারীরা মানব শৃঙ্খল তৈরি করে প্রতিটি গাছ আগলে রাখতেন। দাবি ছিল, গাছ কাটতে হলে আগে তাঁদের মারতে হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DVARhM

March 26, 2018 at 12:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top