নয়াদিল্লি, ৯ মার্চঃ স্বেচ্ছামৃত্যু নিয়ে এক ঐতিহাসিক রায় দিল সুপ্রিমকোর্ট। শর্তসাপেক্ষ সায় দেওয়া হল স্বচ্ছামৃত্যুতে। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। এবিষয়ে কেন্দ্র সরকারকে উপযুক্ত আইন প্রণয়নের নির্দেশও দিয়েছে আদালত।
তবে যতদিন পর্যন্ত আইন পাশ না হচ্ছে ততদিন পর্যন্ত এই শর্তাবলী মেনে চলতে হবে।
কোনও রোগাক্রান্ত ব্যক্তি, যদি সারানো যায় না এমন শারীরিক অবস্থা বা কোমায় চলে যান, সেক্ষেত্রে তাঁর ইচ্ছার সম্মতিতে স্বেচ্ছামৃত্যুকে মান্যতা দেওয়া হবে। জীবিত অবস্থায় আগে থেকে কেউ ঠিক করে যেতে পারবেন তাঁর অসুস্থতার সময়ে তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হবে নাকি তা সরিয়ে ফেলা হবে। যাতে তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারেন।
মেডিক্যাল বোর্ড সম্মতি দিলেই লাইফ সাপোর্ট সিস্টেম সরিয়ে ফেলা হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2G8yNG5
March 09, 2018 at 11:47AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন