ম্যাঞ্চেস্টার ছেড়ে গ্যালাক্সিতে ইব্রাহিমোভিচ

লন্ডন, ২৩ মার্চঃ  ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ছেন জ্লাটান ইব্রাহিমোভিচের। টুইটে নিজেই একথা জানিয়েছেন তিনি। সূত্রের খবর, ম্যাঞ্চেস্টার ছেড়ে অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে যোগ দেবেন এই সুইডিশ তারকা। ইতিমধ্যেই ক্লাবটির সঙ্গে দু’বছরের চুক্তি করে ফেলেছেন ইব্রা।

২০১৬ সালে পিএসজি থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ইব্রা। ইউ-এর সাথে প্রথম মরসুম ভালো কাটলেও চোটের কারণে দ্বিতীয় মরসুমে সেভাবে সুযোগই পাননি তিনি। এবার মেজর সকার লিগে  লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে খেলে কতটা সফল হন এই সুইডিশ স্ট্রাইকার সেটাই দেখার।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pzzvFr

March 23, 2018 at 05:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top