ঢাকা, ০৩ মার্চ- সিরিয়ায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজের ফেসবুক থেকে এক ভিডিও বার্তায় সিরিয়ার নিপীড়িত শিশুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন অপু। ফেসবুকে লিখেন, আমরা সব অশান্তির নিরসন চাই/ আমরা সবসময় মানবতার গান গাই। ভিডিও বার্তায় অপু বলেন, এই ভিডিওটি সিরিয়ায় বসবাসরত শিশুদের উদ্দেশে। আমরা জানি যে, তোমরা অনেক নির্যাতিত হচ্ছ। আমি একজন মা। একজন চলচ্চিত্রশিল্পী। জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছি অবিরাম। তিনি আরও বলেন, আমার মতে, তোমরাই সত্যিকারের যোদ্ধা। আশা হারিও না। পুরো বিশ্ব তোমাদের সাথে আছে। আমরাও তোমাদের সাথে আছি। আমিও তোমাদের সাথে আছি। অপু বিশ্বাস বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। আমজাদ হোসেনের কাল সকালে চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিনয় শুরু করেন অপু। এরপর এফ আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। প্রায় এক যুগ শাকিব-অপু জুটি বাংলাদেশের চলচ্চিত্রে দাপিয়ে বেড়িয়েছেন। সিনেমায় অভিনয়ের পাশাপাশি শাকিব-অপু ব্যক্তিজীবনের সম্পর্কে জড়ান। তারা গোপনে বিয়ে করেন। পরবর্তীতে সম্পর্কের অবনতি হলে অপু টিভি লাইভ অনুষ্ঠানে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন। এখন শাকিব-অপুর সংসার জীবন আনুষ্ঠানিক বিচ্ছেদের অপেক্ষায়। ডিভোর্স চেয়ে আবেদন করেছেন শাকিব। এই দম্পতির একমাত্র ছেলের নাম আব্রাম খান জয়। এমএ/ ০৮:২২/ ০৩ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2I1A82b
March 04, 2018 at 02:25AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন