মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব স্বীকৃতির এর এবারই প্রথমবারের মতো দিবসটি উদযাপিত হচ্ছে সমগ্র বাংলাদেশের ন্যায় বিশ্বনাথে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র কন্ঠ থেকে ১৯৭১ সালের ওই দিনে পাকিস্তানীদের শোষণ থেকে মুক্তি পাওয়ার ‘মূলমন্ত্র’ পেয়ে ছিলেন বাঙালীরা।
দলীয় স্থায়ী কার্যালয়ে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী হিরণ মিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, আকদ্দুছ আলী, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আবদুল আজিজ সুমন, কার্যনির্বাহী সদস্য শেখ মোঃ আজাদ, নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনোহর হোসেন মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, শ্রম সম্পাদক সাধন চন্দ্র দাশ, উপ-দপ্তর সম্পদক নূরুল হক মেম্বার, আওয়ামী লীগ নেতা আকবর আলী, মিজানুর রহমান মিজান, সুফি শামছুল ইসলাম, বাবুল নাথ, আবদুল হান্নান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাংগঠনিক সম্পাদক আরান দেব, শ্রমিক লীগ নেতা কবির আহমদ, আফরোজ আলী, যুবলীগ নেতা আবদুল হক, নূরশেদ আলী, আবুল কালাম জুয়েল, তোফায়েল আহমদ, দবির মিয়া, লিটন মিয়া, অ্যাডভোকেট সায়েদ আহমদ, এমদাদ হোসেন নাঈম, ফজলুর রহমান শিপন, আবদাল মিয়া, আবদুস শহিদ, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, সিজিল মিয়া, ছাত্রলীগ নেতা আবদুল বাতিন, কামরুল ইসলাম, আবিদুর রহমান আবিদ প্রমুখ’সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2Fm8r6a
March 08, 2018 at 12:22AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন