রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র কান্দি

মুর্শিদাবাদ, ২৬ মার্চঃ রামনবমী উপলক্ষে কান্দি শহরে এক বর্ণাঢ্য মিছিল করেছিল তৃণমূল। বিজেপিও সোমবার একই রকম মিছিলের আয়োজন করে।

এদিন মিছিল কিছুদূর যাওয়ার পর শুরু হয় গন্ডগোল। অভিযোগ, মিছিলে অংশগ্রহণকারীরা কান্দি থানার কাছে পৌঁছানোর পর পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। বিজেপি ভরতপুর ব্লকের সভাপতি ইমন কল্যাণ দাসের অভিযোগ, মিছিলে তাঁদের কোনো কর্মীর কাছে অস্ত্র ছিল না। মিছিল চলাকালীন বহিরাগতরা অস্ত্র নিয়ে মিছিলে ঢুকে পড়ে এবং  পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। পুলিশ লাঠি চার্জ করতে শুরু করলে ঘটনায় আহত হন তাঁদের বেশ কিছু কর্মী। যদিও তৃণমূল এই বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার জানিয়েছেন, মিছিলের কোনো অনুমতি ছিল না। মিছিল চলাকালীন সেখানে ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়। এতে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

তথ্য ও ছবিঃ মিঠুন হালদার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pF9FzD

March 26, 2018 at 03:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top