নয়া দিল্লী, ২৮ মার্চ- অস্ট্রেলিয়া জাতীয় দল থেকে এক বছরের জন্য নির্বাসিত হবার পর বল টেম্পারিংকাণ্ডে দোষী সাব্যস্ত স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিষিদ্ধ করা হয়েছে। আজ বুধবার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এই সিদ্ধান্তের কথা জানায়। খবর টাইমস অব ইন্ডিয়ার। আইপিএলে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দবারাদ দলের অধিনায়ক ছিলেন যথাক্রমে স্মিথ ও ওয়ার্নার। এদিনই সানরাইজার্সের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান ওয়ার্নার। তবে তার পরিবর্তে কে হচ্ছেন নতুন অধিনায়ক সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এর আগে গত সোমবার রাজস্থানের অধিনায়কত্ব ছাড়েন অস্ট্রেলিয়া দলপতি স্মিথ। তার বদলে নতুন অধিনায়ক হিসেবে ভারতীয় ব্যাটসম্যান আজিঙ্কা রাহানের নাম ঘোষণা করা হয়। আরও পড়ুন: চূড়ান্ত হল বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরসূচি কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্টে বল-বিকৃতির অভিযোগ ওঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হন অধিনায়ক স্মিথ, ওপেনার ওয়ার্নার ও ক্যামারন ব্যানক্রফট। এদিন স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের এবং ব্যানক্রফটকে নয় মাসের জন্য নির্বাসিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরপরই চলতি বছরের টুর্নামেন্ট থেকে দুজনকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেয় আইপিএল কর্তৃপক্ষ। আজ আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া দুজনকে (স্মিথ ও ওয়ার্নার) নির্বাসিত করেছে। তাই আমরাও চলতি বছরের আইপিএল থেকে তাদের নিষিদ্ধ করলাম। শুক্লা মনে করিয়ে দেন, এই সিদ্ধান্ত অত্যন্ত ভাবনাচিন্তা করেই নেয়া হয়েছে। প্রথমে, আইসিসি, তারপর ক্রিকেট অস্ট্রেলিয়ার রায়ের অপেক্ষা করা হয়। সবদিক খতিয়ে দেখেই নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইপিএল প্রধান বলেন, উভয় দলই এই দুজনের বদলি ক্রিকেটার নিতে পারবে। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২৮ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GmJAfb
March 29, 2018 at 12:20AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন