তবে কি এবছরই বিয়ে করছেন আম্বানিপুত্র আকাশ?

মুম্বই, ৪ মার্চঃ তবে কি এবছরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মুকেশ আম্বানির বড়ো ছেলে আকাশ? ‘দ্য ফ্রি প্রেস জার্নাল’-এর তথ্য অনুযায়ী এমন ইঙ্গিতই মিলেছে।

ওই রিপোর্টটিতে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম হিরে সংস্থা রোজি ব্লু ডায়মন্ডস-এর কর্ণধার রাসেল মেহতার ছোট মেয়ে শ্লোক মেহতার সঙ্গে আকাশের বিয়ে ঠিক হয়েছে। এনগেজমেন্ট ২৪ মার্চ হতে পারে। বিয়ে এ বছরের ডিসেম্বরে ভারতে হতে চলেছে।

বিভিন্ন মহলে আকাশ ও শ্লোকের বিয়ে নিয়ে গুঞ্জন চললেও, এ বিষয়ে মুখ খোলেনি দুই পরিবারের কেউ।

আম্বানি এবং মেহতা পরিবারের মধ্যে দীর্ঘ দিনের পরিচয়। আকাশ এবং শ্লোক দু’জনেই ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছেন।

২০০৯-এ স্কুল থেকে পাশ করার পর প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ত্ববিদ্যা এবং লন্ডন স্কুল অব ইকনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আইনে স্নাতকোত্তর করেন শ্লোক। ২০১৪-য় নিজেদের সংস্থাতেই ডিরেক্টর পদে যোগ দেন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2oHBrLl

March 04, 2018 at 08:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top