কংগ্রেসের সঙ্গে জোটের দাবি তীব্র হচ্ছে সিপিএমের অন্দরে

কলকাতা, ৪ মার্চঃ ত্রিপুরায় রামঝড়ে উড়ে গিয়েছে ২৫ বছরের বামদুর্গ। কার্যত শূন্য থেকে শুরু করে উত্তর-পূর্বের বাঙালি রাজ্যের মসনদের দখল নিয়েছে বিজেপি। এরপরই ফের কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর দাবি বাড়তে শুরু করেছে সিপিএমের অন্দরে। দেশের রাজনীতিতে টিকে থাকতে গেলে এখন এটিই একমাত্র পন্থা বলে মনে করছেন সিপিএমের অনেক শীর্ষ নেতাই। পরের মাসে দলের বৈঠক এই বিষয়টি নিয়ে ই সরগরম হতে পারে বলে জল্পনা রাজনৈতিক মহলে। সিপিএমের পলিটব্যুরো সদস্য হান্নান মোল্লা বলেন, এর আগে দলের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল, কংগ্রেসের সঙ্গে নয়, নিজেদের শক্তিতেই লড়বে সিপিএম। কিন্তু ত্রিপুরার ভোটের ফল বেরনোর পর পরিস্থিতি বদলে গিয়েছে। এখন দলের রাজনৈতিক পন্থা কী হবে তা নিয়ে নতুন করে চিন্তা করতে হবে। একই কথা জানিয়েছেন পলিটব্যুরোর আরেক সদস্য মহম্মদ সেলিমও। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি দলের সেন্ট্রাল কমিটির বৈঠকে কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর প্রস্তাব রেখেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কিন্তু ভোটাভুটিতে সেই প্রস্তাব পরাজিত হয়। কিন্তু ত্রিপুরায় বামদুর্গ পতনের পর সেই প্রস্তাব নতুন করে ভেসে ওঠে কী না, তাই এখন দেখার।

ছবি সৌজন্যঃ ত্রিপুরা ইনফোওয়ে



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2H13dct

March 04, 2018 at 02:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top